এক বোকা মানুষের গল্প

 শত সহস্র সুখেও কোনোদিন মন খারাপে - যদি আমায় মনে পড়ে 

প্রিয়তমা বুকের গভীরে আগুন জ্বেলো 

কম্পিত অধর - অশ্রুসৃত নয়নে ঘরের এক কোণে বসে থেকো না

যদি মনে পড়ে আমায় - পাশে ডেকো হোক তা নিতান্তই প্রয়োজনে 

আর অপ্রয়োজনে দূরে রেখো - ছুঁড়েও ফেলতে পারো কোনো ক্ষতি নেই

প্রিয়তমা আমি সেই কল্পনার গল্প, একটা বোকা মানুষের গল্প ...!

Comments

Popular Posts