একজন সাধারণ মানুষ আর তার চাওয়া
দিনশেষে এই দুনিয়ার প্রতি একজন সাধারণ মানুষের চাওয়া - সে সুস্থ-সবল থাকবে, দুবেলা দুমুঠো ভাত খেতে পাবে আর শরীর যখন ক্লান্ত হয়ে ছেঁড়ে দিবে তখন পাশে একজন সুখ-দুঃখ বলার মতন মানুষ পাবে। ব্যাস, এতোটুকুই আর কিছু না। ছিমছাম সহজ সরল সাধারণ জীবন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যখন প্রয়োজনের চেয়ে বেশি চাওয়া শুরু করে এই সাধারণ মানুষটাই। বিলাসিতা হয়ে পড়ে অভ্যাস, হয়ে পড়ে নিত্য দিনের অপরিহার্য চাহিদা।
এই সাধারণ মানুষগুলো বড়ই অদ্ভুত। বন-জঙ্গল কেটে ওরাই যান্ত্রিক শহর গড়ে তোলে। আবার সেই শহরের ব্যস্ত কোলাহল একগেয়েমি হয়ে গেলে এরাই সব ছেঁড়ে-ছুড়ে দূরে কোথাও বন-জঙ্গলে যেতে চায়। ওদের বুঝি না। ওদের বোঝা বড় দায়।
Comments
Post a Comment