সুখী মানুষ (১)

সুখী হওয়া একটা অভ্যাস, 

ত্যাগ-নিয়ন্ত্রণ-সমঝোতার অভ্যাস

জীবনধারা চলাচলের অভ্যাস

ভালবাসা যেখানে দেনা-পাওনা

ঋণশোধ হলে ভালবাসা ঘুমিয়ে পড়ে

চাওয়া-পাওয়া বদলায়, বদলায় মানুষগুলোও

বোঝা-বুঝির দূরত্ব বেড়ে যায়

ভাবতে ভাবতে সমস্যাগুলো রেগে যায়

প্রশ্ন-সমস্যা বেড়ে যায়, বাড়ে দূরত্ব

উত্তর খুঁজতে খুঁজতে বয়স বেড়ে যায় 

হারিয়ে যায় চেনা অচেনা সময়

অর্থ-বিত্ত দিয়েই দায়িত্ব ফুরিয়ে যায়? 

Comments

Popular Posts