হাত খোলা (১) | খসড়া
তোমায় নিয়ে ভাববো বলে
সারারাত জেগে থাকি,
কাটা হাতে রক্ত-মাখা কাব্য লিখে রাখি।
কষ্ট ভরা অশ্রু তোমার
বৃষ্টি-ধারার মতো,
এতো টুকুন বুকে ভেতর কিসের এত ক্ষত?
ক্লান্ত শরীর ঘুম পেলে
গা এলিয়ে দিয়ো,
আমার এই কাঁধ পাশে পাবে সবসময় জেনে নিয়ো।
যুগের পর যুগ পেরিয়ে
আসবে হয়তো দুর্ভিক্ষ-আকাল,
তবুও আমাদের অনুভূতিগুলো রবে চিরকাল।
Comments
Post a Comment