জীবনের গল্প আর সেলফি
বনের রাজা টারজান আর কুরবানীর হাটে আমাদের ভাইজান। দুইজনের তুলনা চলে না। বন্য সিংহ যেমন টারজানের কাছে আসলে পরাস্ত তেমনি কুরবানী হাটে গরুগুলো ভাইজানের কাছে নাদাবস্তু।ভুল বলা হবে যে কোন সময়ে যে কোন তেজী গরুও তার কাছে হার মানে এ জন্য এলাকায় কোন গরু কেনা কাটার দরকার হলে সকলে তার নিকট শরণাপন্ন হয়। ভাইজান কেবল গরু বাগে আনতে পারে তা নয় ভালো গরু চেনা কসাইয়ের কাজ অনায়াসে তিনি করতে পারেন। তবে তার যত সব সমস্যা হল ছাগল নিয়ে। ছাগলের গন্ধ একফুটোও সহ্য হয় না। তার উপর তিড়িং বিড়িং চলনে তার নাকি গা জ্বলে।ডাক শুনলে তার নাকি হার্টে সমস্যা হয়। শুনা যায় প্রাচীন বহু বড় বড় বীর বিরাট সাহস থাকার পরও ছোট্ট ছোট্ট কিছু প্রাণীকে প্রচন্ড ভয় পেতেন। এক সপ্তাহ পরেই কুরবানী।তাই সকলে ব্যস্ত গরু,ছাগল কেনার ব্যাপারে। ছাগল কম মানুষই কিনে। হয়তো শখ-ইচ্ছা,পছন্দ নতুবা ঠেকায় না পড়লে কেউ কিনে না। তো গরু নিয়ে সকলে চরম তুড়ে। পাড়ার ছোকরা পোলাপাইন নতুন কিছু পাইলেই হয়। একে তো পড়াশুনা করে না সারাদিন টু টু ঘোরা ফেরা করে আর ফেসবুক নিয়ে থাকে। নিজের স্ট্যাটাস ও প্রোফাইল পিকসে লাইক নিয়ে প্রতিযোগিতার অন্ত থাকে না। এবার হঠাৎ কার মাথায় জানি আইডি...