মিথ্যে
একটা সময় খুব মিথ্যে বলতাম,
সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে
কিংবা বিকেলে কাকচক্ষু জলে ছায়ার সাথে
এখন আর মিথ্যে বলা হয় না,
ভুলেও মিথ্যে বলে ফেললে সত্যি হয়ে যায়
সম্ভবত এটা অভিশাপ
দিন শেষে হেঁটে চলার
পথটুকু খুব একা
খুব একার
এক সময় ভাবতাম সবার মত আমার জীবনেও কেউ আসবে
আর এখন জীবন সংগ্রাম দেখে বড্ড ক্লান্ত
নতুন কাউকে আমার এই কাপুরুষ জীবন থেকে দেওয়ার মতোন কিছুই অবশিষ্ট নেই
ব্যস্ত এই ক্ষুধার শহরে আজ আমি বড় নিঃস্ব
Comments
Post a Comment