ছোটবেলা (১)

কারেন্ট চলে গেলে ছোটবেলায় একটা মাদুর আর বালিশ নিয়ে ছাদে চলে যেতাম। বালিশে মাথা রাখলে চোখ দুটো আকাশের দিকে থাকতো আর ভাবতাম," দুনিয়া এত বড় কেন?"
আম্মু গল্প শোনাতো , আমি শুনতাম।

সামনের উঠোন থেকে দোতলার ছাদে ঘ্রাণ আসতো।হাসনাহেনা ফুলের ঘ্রাণ। আম্মু বলতো,
" এই ফুলের ঘ্রাণ অনেক তীব্র, সাপ এসে এর গাছের নিচে বসে থাকে! "

এখন আর সেই ছোটবেলা নেই। বড় হয়ে গেছি। বেড়ে গেছে সময়ের ব্যস্ততা। হয়ে গেছে সে বড্ড একা।

Comments

Popular Posts